Sunday, June 16, 2013

আফসোস, সাধ আছে - সাধ্য নাই!

দিবস টিবসের ধার কোন কালেই বিশেষ ধারতাম না,
আজও তেমন একটা পুছি না।

বাবা আমার বটবৃক্ষ,
সারাবছর ছায়া দেয় - মায়া দেয়
সময় সময় কাউমাউও করে।

আবার,
বাবা আমার বাঁশঝাড়;
সব সময় না - তয় প্রায় সময়ই বাঁশ দেয়।
সিধা রাখে আর কি..!

তাই আমার আবেগ খানও সিধাসিধি...
সারাবছর - সারাজীবন...

এই বৃদ্ধাশ্রমে গিয়ে বছরে একদিন আবেগের
পশ্চিমা ট্রেন্ডেও অবশ্য আমার বেগ আসে,
তবে সেইয়া অন্যরকম বেগ... ;)

সাধ্য থাকলে সবগুলি বৃদ্ধাশ্রম তুইলা দিতাম,
বৃদ্ধাশ্রম নামের শব্দ খানাই আর রাখতাম না অভিধানে...

আফসোস, সাধ আছে - সাধ্য নাই!

No comments:

Post a Comment