Wednesday, June 12, 2013

আসেন, নসিহতের পূর্বে খাসলত বদলাই; ফজিলত ভালো হবে!

ভারতের গরু হররোজ খাই,
গাড়ীতে বাড়ীতে ভারতীয় গান বাজাই,
ভারতীয় ঢঙে, ভারতের রঙে কাপড় ফ্যাশন না হইলে চলে না।
আবার ভারতের শাড়ি না পাইলে বাংলার নারীদের মন গলে না!
এতসব যখন করেন,
তখন আমাদের-বোনেদের-ভায়েদের ভারত-ভীতি কই থাকে?!
তামিম ভাই গায়ে হলুদে
ওপারের শিল্পী আনতে চাইলেই দেখি অনেকের ভয় জাগে?!

খবরে দেখলাম,
আমাদের ক্রিকেট স্টার তামিম ভাই নাকি
দুইজন ভারতীয় শিল্পী আনবেন উনার গায়ে হলুদে!

আর তাতে অনেকের মনে কষ্ট শুরু হইছে!
তাদের আমি এই কষ্টের জন্য দোষ দেই না।

দোষ দেই এই জন্যে যে
এই কষ্ট কেন আরও আগে থেকে শুরু হইলো না।

ভারতের পণ্যে আমাদের বাজার সয়লাব,
পেয়াজ খানও ইন্ডিয়ার থে আইনা খাই -
আর এখন ভারতের শিল্পী আসলেই বুক ফাটাই!
তাই না?!

দেশের জন্য এতো দরদ থাকলে
তামিম ভায়ের সমালোচনা না কইরা,
আসেন আগে নিজেরা শোধরাই..
আসেন, দেশের ছোটো পিয়াজ খাই..

পুনশ্চঃ
তামিম ভাই,
আপনে এই ভারতীয় পণ্য-সেবা আর ধারার
গড্ডালিকায় গা না ভাসাইলে খুব ভালো লাগতো..
কিন্তু ভারতের গরু খাইয়া তো আর আপনেরে নসিহত করতে পারি না,
তাই অফ গেলাম।।

তামিম ভাইরে নসিহতের পূর্বে নিজেরা খাসলত বদলাই,
তাইলে আখেরে ফজিলত ভালো হবে!

No comments:

Post a Comment