Tuesday, December 31, 2013

হাস্যরস

পাড়ার চা দোকানে বসে চা আর গুলতানি আড্ডা চলছে।
একটু দেরিতে সেখানে যোগ দিলাম, গিয়ে দেখি আলোচনা গরম।
কি হইছে?! সুপ্রিম কোর্ট এলাকার ভেতরে ঢুকে মহিলা আইনজীবীকে মাটিতে ফেলে পেটায় কিভাবে!? এই প্রসঙ্গে এক বড়ভাই উত্তেজিত!

গরম চায়ে চুমুক দিচ্ছি আর মাথা দুলিয়ে সবাই সায় দিচ্ছি!
তখন প্রশ্ন আসলো যে, "পুলিশ তখন কি করছিল?!
যদি সুপ্রিম কোর্টে নিরাপত্তাই না দিতে পারে তাহলে তারা আছে কি করতে?"

আচমকা উত্তর আসলো পেছন থেকে অপ্রত্যাশিতভাবে,
"হুলিশ তহন নাহে তইল দি কান খুচাইতেছেলো..."

তাকিয়ে দেখি এক মধ্যবয়সী ভ্যানচালক, হাতে ধরা একটা পাখির পালক।
"এই এমনে..." বলে কানে সেই পালকটি দিয়ে আমাদের একটা ডেমো দেখালেন..

মুহুর্তে গরম পরিবেশ, হাসির তোড়ে বেশ সহজ হয়ে এলো..
চা শেষে হেসে কেশে, ধীরে ধীরে সবাই খানিকপর বিদায় নিলো...

Wednesday, December 25, 2013

জিঙ্গেল বেলস

পাশের বাসায় গত দুই ঘণ্টা ধরে "জিঙ্গেল বেলস জিঙ্গেল বেলস.." বেজে যাচ্ছে...
একটু অবাক হলাম, পাশেই কেউ বড়দিন পালন করছে। যথারীতি আমি তাদের চিনিও না জানিও না। ঢাকায় সচরাচর যা হয়!

সাতপাঁচ ভাবতে ভাবতে ঘণ্টাখানেক আগে নিচে নামলাম,
পাড়ার দোকানে এসে জানলাম এইটা পাশের বাসার বন্ধুর কাজ!
তার কথা হইলো উৎসব সবার!!

দোকানি পরিচিত! সে হেসে বলে,
"মামা! উৎসব তো আসলে সবার না,
ওইটা আপনেরা ওইতো সবার বানায় নেন।
যাতে হেতিদের নিয়া বাইরে ঘুরার একটা সুযোগ হয়!
প্রতিটা দিবসই তো এমনে যায়! দেখসি.."

বন্ধু চুপ, আমি মুচকি মুচকি হাসি আর সবাই চা খায়!

দোকানি খুব ভুল কিছু বলে নি!
"উৎসব সবার" যে বলা হয়, আসলেই কি সবাই সেভাবে দেখে?!
প্রতিটা উপলক্ষ্যকেই কি অনেকে ভালবাসা দিবস টাইপের
জাস্ট ডেটিং ডে বানিয়ে ফেলছে না?

তা যাই হউক!
শুনতে কিন্তু ভালোই লাগছিল,
"জিঙ্গেল বেলস, জিঙ্গেল বেলস.. জিঙ্গেল অল দা অয়ে.."

বড়দিন ছোটদিন সমস্তদিন ভালো কাটুক!