Friday, July 19, 2013

"তুই রাজাকার"

হুমায়ূন আহমেদকে নিয়ে ছাগুসম্রাটদের
বেশুমার চুলকুনির একটা গোপন কারণ জানতে পারলাম।
অনেকদিন আগে যখন রাজাকার পুনর্বাসন
প্রক্রিয়া ওপেন সিক্রেট ভাবে চলছিল,
তখন দেশে এইসব টপিকে কথা বলা ছিল ঝুঁকিপূর্ণ।
সেই সময় হুমায়ূন আহমেদ পাখির মুখে বসিয়ে দিলেন,
"তুই রাজাকার..."

ব্যাস আর যায় কোথায়!!!
ছাগুকুলের ইনস্ট্যান্ট জ্বলুনি শুরু...
সেই যে শুরু, আজও তা চলছে।
আজও মানুষ ছাগুগুরুদের দেখলেই বলে উঠে,
"তুই রাজাকার"

মানুষ হুমায়ূন আহমেদ আজ নেই,
হৃদয়ের হুমায়ূন আহমেদ কিন্তু আছেন।
আর মননে সেই যে বসিয়ে দিয়ে গেছেন,
"তুই রাজাকার..."
সেই কথা আজও মুখে মুখে...

তাই ছাগুকুল যতই ম্যাতকার দেবে,
ততই সমস্বরে বলে যাব, "তুই রাজাকার"

Thursday, July 4, 2013

চলেন ঘৃণা না করে বদল করার চেষ্টা করি।

"রাজনীতি ঘৃণা করি" বলে হাত পা গুটিয়ে
বসে থাকা দলে লোকের কিন্তু অভাব নেই।
অথচ এই লোকগুলি রাজনীতি চেঞ্জ করি বলে
কোনোদিনই কিছু করার চেষ্টা করে নি।

পৃথিবীতে ভালোও আছে খারাপও আছে।
এখন খারাপের সংখ্যা কিছু কম বেশী বলে
"পৃথিবী হেট করি"
এই কথা বলে দিলেই তো আর হয় না।

আপনি "হেট করি" বলে দূরে সরে থাকেন বলেই
রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে খারাপ লোকেরা সুযোগ পায়।

গুটি কয়েকজনে বেশী ভালো কিছু করা সম্ভব না,
কিন্তু অনেকে এগিয়ে এলে অনেক বড় কিছু করা সম্ভব।

রাজনীতিও বদল করা সম্ভব।