Monday, June 3, 2013

মন সাদা না হইলে, সাদা চাম্রা ধুইয়া কি পানি খাবি??!

জনৈক কন্যার চাকুরী হয় না।
 কারণ সে কালো।
তার বাবার আফসোসের শেষ নাই।
বাবার আফসোস বলিয়ে ছাড়ে-
"আমার যদি একটা ছেলে থাকতো!"

অতঃপর সেই কন্যা হাতে পায় ফেয়ার এন্ড লাভলী।
মাত্র ৭ দিনেই নজরকাড়া ফরসা।

যে মেয়ে আগে চাকরী পেতো না,
সে তখন আস্ত হটকেক।

যে কেক খাওয়ার জন্য অফিসের বসেরা তিন পায়ে খাড়া!

যে সমাজে সবখানেই এরকম বর্ণবৈষম্য চালু আছে;
সে দেশে মিতুর মতো মেয়েরা মরবে এটাই তো বাস্তব!

সুশীলদের ডাবল স্ট্যান্ডার্ড দেখতে দেখতে ক্লান্ত..

আজকে যারা মিতুর জন্য মায়াকান্না কাঁদছে,
তারাই আবার সময়মত নিজেদের জন্য
সাদা চামড়ার মেয়ের খোঁজে যাবে।

নিজের পরিবারে ফেয়ার এন্ড আগলি ঘষবে..
পরিবারের মান রাখতে হবে না?!
আজিব!

বলি "মনের মানুষ" হ রে সমাজ,
"মানের মানুষ" আর কত?!
মানীর মান আল্লাহয় রাখে...

মন সাদা না হইলে,
সাদা চাম্রা ধুইয়া কি পানি খাবি??! 

No comments:

Post a Comment