Saturday, August 24, 2013

ত্যাঁদড় ছোট ভাই [কিঞ্চিত ত্যাঁদড়ামি+ পোস্ট]

এক ছোটভাই কাল বলল, "আপনেরে তিনটা প্রশ্ন করবো আর সাথে একটা বোনাস!"

সম্মতি পেয়ে সে প্রথম প্রশ্ন করলো, "চাঁদে প্রথম পা কে রাখছে?"
উত্তর দিলাম, "বাহুবল সাব।" [আর্মস্ট্রং]
এবার দ্বিতীয় প্রশ্ন, "দ্বিতীয় পা কে রাখছে?"
পাল্টা জিজ্ঞেস করলাম, 'ব্যক্তি হিসেবে নাকি পা হিসেবে দ্বিতীয়?"
কয়, "না ভাই! পাল্টা প্রশ্ন করা যাবে না, আপনে উত্তর দেন।"
তো কইলাম, "ব্যক্তি হিসেবে অলড্রিন সাব আর পা হিসেবে বাহুবল সাব' [আর্মস্ট্রং সাব তো আর ল্যাংড়া আম আছিলো না!]
ত্যাঁদড় টা কয়, "না ভাই, খেলুম না - আপনে ডিসকোয়ালিফাইড!" বইলা হল্লা শুরু করলো!
ধমক দিয়া থামায়া তৃতীয় প্রশ্ন করতে বললাম। তখন সে ইতস্তত করতে লাগলো।
এরপর আবার ধমক খায়া আর আমারে ডিসকোয়ালিফাইড ঘোষণা দিয়ে জিগায়, "তৃতীয় পা কে দিছিল?" ;)
ত্যাঁদড়টার ত্যাঁদড়ামি তো ততক্ষণে ধরা!
তাও উত্তর দিলাম, "বাহুবল সাবের দুইপা হিসাবে নিলে, ব্যক্তি হিসেবে তাইলে তৃতীয় পা দিছিলো অলড্রিন সাব।"
কয়, "ভাই! প্রশ্ন ঠিকমতো বুঝেন নাই!! এইটা ট্রিক কোশ্চেন ছিল।"
এরপর বান্দরটারে দউরানি দিয়া খেদাইছি! পুলাপান বেদ্দপ!!

চতুর্থ প্রশ্ন আর করতে পারে নাই। তারে @খেদানি অলটাইম দৌড়ের উপর রাখছি... ;)

[ঈষৎ পরিমার্জিত! নিজের বকাবাদ্দি সহ আরও কিছু স্কিপ কইরে গেলাম!!] ;)

Monday, August 19, 2013

বিটলামী

বন্ধুর মন খারাপ! বেশী খারাপ!! মেয়েজনিত সমস্যা!!!
বন্ধু ডায়লগ দিলো, "বুঝলি রে, পর কখনো আপন হয় না।"

ডায়লগ শুইনা ঠুস কইরা মাথায় ক্যারা উঠলো।
 বিটলামীর তো সীমা নাই! ভাবলাম একটু বিটলামীই করি।
বন্ধুমানু - তার সাথে এগুলি করাই যায়!
বলা তো যায় না, এতে মন ভালো হইলে হইতেও পারে! ;)

শুধাইলাম,
"তোর আব্বা আম্মার তো অ্যারেঞ্জ ম্যারেজ হইছে, তাই না?!"
উত্তর দিলো, "হ, ক্যান?"
কইলাম, "না! দ্যাখ, অজানা অচেনা একমহিলা তোর আপন মা!!
এইটা একটু কেমন কেমন জানি হইয়া গেলো না?"
এবার দাতমুখ খিচায়া বন্ধুর পাল্টা প্রশ্ন, "মজা লস?"
নির্বিকার ভাবে রেসপন্স দিলাম, "দিলে - লমু না কস?!"

এরপর পাল্টা বয়ান দিলাম,
"মানুষ পর থেকেই আপন হয়।
দুইন্নায় তো আর সবাই সবার আপন নয়!
তবে পরকে আপন করতে জানতে হয়।
লাইগা থাক - একদিন সফল হবি নিশ্চয়।।"

আশেপাশে পুলাপাইন মারহাবা মারহাবা করতে লাগলো।
কে জানি অবশ্য "মর হাবা"ও বলছিল - বন্ধুদের এতো কিছু শুনতে হয় না।। ;)

Thursday, August 15, 2013

শোকদিবস‬

আমার একজন বন্ধু আছে যার আজকে সত্যিই জন্মদিন।
কিন্তু সে এবং তার পরিবার কখনোই জন্মদিন উদযাপন করে না।

অনেকেই যুক্তি দেখায় যে,
প্রতিদিনই কেউ না কেউ জন্মে আবার কেউ না কেউ মারা যায়
- তাই বলে কি কোন জন্মদিনই পালন হবে না?!

সেই বন্ধুটি ওই যুক্তিবাদীদের একটাই উত্তর দেয়,
"জন্ম-মৃত্যু আমাদের হাতে নেই, কিন্তু লজ্জাটা আছে।"
যার বুঝার সে বুঝে যায়।

বন্ধুকে শ্রদ্ধা জানিয়ে জাতির কিয়দাংশের প্রতি প্রশ্ন রাখছি,
"হে বাঙালী জাতির কিয়দাংশ, তুমি এতো নির্লজ্জ কেন?"

এই প্রশ্নের উত্তর আমাকে দেবার দরকার নেই,
পারলে প্রশ্নখানা বিবেকের কাছে করুন।