Tuesday, May 7, 2013

এখনো লাশের মিছিল শেষ হয় নাই কিন্তু ভুলে যেতে দেরী হয় নাই!

বিজেএমই এর স্যারেরা,
এখনো লাশের মিছিল শেষ হয় নাই,
সাত'শ পার করেও চলছে তো চলছেই..
রক্তের দাগও মুছে নি। মিলিয়ে যায় নি পচে যাওয়া শবের গন্ধ...
স্বজনের আহাজারির কথা তো তুললামই না...

ঝাপসা চোখে আপনাদের সহ সবাইকে একটু মনে করিয়ে দেই।

এরই মধ্যে কি ভুলে গেছেন,
বেঁচে যাওয়াদের ন্যায্য বেতনটুকু দেবার কথা?!
অবশ্য দুই হপ্তা, অনেক সময়!
বড় বড় মানুষ আপনারা!! ভুলে যেতেই পারেন!!!

কোথায় এখন আপনাদের দেয়া
সাভার ভিক্টিমদের সহায়তার সেই অন্তঃসারশূন্য ঘোষণা?!
কই ঘুমিয়ে আছে আপনাদের মানবতা?!! কই কই??!

আজ কেন সাভার ভিকটিমদের
পাওনা বেতনের দাবিতে রাস্তায় নামতে হয়?!!!!

একটা স্যাটায়ার টাইপের লেখা লিখতে বসছিলাম,
কিন্তু সাত শত লাশের ক্রমবর্ধমান মিছিলের সামনে
ঝাপসা চোখে কিছুই লিখতে পারলাম না।

আচ্ছা! শেষ একটা প্রশ্ন করি!!
ওই বকেয়া বেতনগুলাও কি আমাদের চাঁদা তুলে
নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে?!!!

No comments:

Post a Comment