Saturday, April 27, 2013

কতটা অমানুষ, অবিবেচক হলে রাজনীতিবিদ হওয়া যায়?

সাভারে ঘটে যাওয়া দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ঘটনায়
আমাদের ক্ষমতাসীন, প্রভাবশালী মহলের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য
আর দায়িত্ব এড়ায়া ভণ্ডামি করা দেখে মামায় প্রশ্ন করছেন যে,
"কতটা অমানুষ, অবিবেচক হলে রাজনীতিবিদ হওয়া যায়?"

সম্ভাব্য কিছু উত্তরঃ

জিগাইলেন মামায়, "কতটা অমানুষ, অবিবেচক হলে রাজনীতিবিদ হওয়া যায়?"

- যতটা হইলে ধাক্কাইয়া বিল্ডিং ফালানো যায়, এরপর আবার সেই থিউরীতে অটল থাকা হয়!

- যতটা হইলে বিভিন্ন সমাবেশে নাম কামাইতে আগ বাড়াইয়া বিস্তর খাদ্য পানীয় দেয়া যায়, কিন্তু গরীব মানুষের জন্য দরকারের সময় একটা শব্দও করা যায় না। কিছু দেওন তো "দিল্লি বহুদূর!" আরও কত চুদুরবুদুর!

- যতটা হইলে নিজেদের উপর অর্পিত দায়িত্ব বাদ দিয়া এর ওর দিকে কাঁদা ছোঁড়া যায়।

- যতটা হইলে গঞ্জিকা সেবন করিয়া সংবাদ সম্মেলনে সেইরকম পিনিকিয় তত্ত্ব (তত্ত্বাবধায়ক বাতিল না হইলে সাভার কাহিনী হইত না। ভাঁড় আর কারে কয়?!) দেয়া যায়।

- যতটা হইলে সাভারে হাহাকারের সময় খালি হাতে দলবল-প্রোটোকল নিয়া গিয়া শুধুই চেহারা আর আই ভ্রু মুবারক দেখাইয়া ফিরিয়া আসা যায়। [ নিজের পুরা সঞ্চয় মুবারক খালি কইরা ওইদিনই ১২ টা অক্সিজেন ক্যান কিন্না দিছি, কিন্তু ভিভিঅ্যাঁইপিরা হাতে কইরা দশটা জুসের বোতলও নিয়া যাইতে পারে নাই। হায়রে মুবারক ভাই! কি বিচিত্র এই দেশ!! ]

- যতটা হইলে এই সময়ে আহত নিহত মানুষের পাশে না দাঁড়িয়ে [রাসূলুল্লাহ (সাঃ) অসুস্থ কাফের বুড়ির পাশে ছিলেন, যদিও সেই বুড়ি রোজ রাসূল (সাঃ) কে কষ্ট দিত] মাইকে গলা ফাটাইয়া - রগ ফুলাইয়া - ওয়াদা ভঙ্গ কইরা "গজব গজব" বইলা চিল্লান যায়। দেশে অশান্তি সৃষ্টি করা যায়।

- যতটা হইলে গর্তের মুখে আহত মানুষের বুকের উপর দাঁড়াইয়া ওই আহতের মুখের দিকে মাইক্রোফোন ধইরা অনুভূতি জিগান যায়। কিংবা সদ্য মৃত্যুকুপ থেকে মুক্তি পাওয়া মারাত্মক আহত মানুষগুলির মুখের সামনে মাইক দিয়া জিজ্ঞেস করা, "আপনার এখন কেমন লাগছে?!"
[একটা লাত্থি দিয়া ওই চাংবাদিক গুলারে যদি ওই মৃত্যুকূপে ফেলতে পারতাম?! কিন্তু পারি নাই। হায়! এতো অক্ষম ক্যান আমি?]

- যতটা হইলে এইরকম দিনে কর্পোরেট বাঈজি নাচের আয়োজন করা যায়।
ওই যে কথায় আছে না যে, আলুর দোষ কাটান যায় নারে ভাই... সবই আলুর দোষ... স্কয়ার করে কাটা মতির পচা আলু তো... তাই...

No comments:

Post a Comment