Friday, May 17, 2013

প্রসঙ্গঃ ফেইসবুক-টুইটার নিয়ন্ত্রণের সুপারিশ

"রামুকাণ্ডে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি
ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের
ওয়েবসাইটগুলোতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেছে।"

এইটা হইলো নিরীহ পাবলিকরে অযথা খুচাইয়া
খেপাইয়া তোলার একটি বেহুদা প্রয়াস! হুদাই..

অপরাধ করলে শাস্তি হবে।
সেই জন্যই বিচার বিভাগ রয়েছে।
কিন্তু তাই বইলা সবার সব কর্মকান্ড কি সরকার বা প্রশাসন
তথাকথিত কঠোর নিয়ন্ত্রণ করার অধিকার রাখে?!

সরকার কার?
একটা গণতন্ত্রী সরকার কি গণমানুষের জন্য?
নাকি মানুষকে বিরক্ত করার জন্য?!
এই উত্তর সরকারকেই খুঁজে নিতে হবে।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই "কঠোর নিয়ন্ত্রণ" এর
কঠিন অপব্যবহারের তীব্র এবং বাস্তব আশংকা রয়েছে।
আর সেই জন্যই এতো কথা বলা..

মানুষ এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন।
এই গণমানুষের কণ্ঠরোধের বা নিয়ন্ত্রণের অপচেষ্টা করলে কি হবে জানেন?!
"দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান!"

মাননীয় কর্তৃপক্ষ,
দয়া করে এই রকম আত্মঘাতী হবার সমূহ সম্ভাবনা আছে
এমন কোন সিধান্ত নিয়েন না..

No comments:

Post a Comment