Friday, April 26, 2013

রামপাল আর রুপপুরঃ সাধারণ ভাবনা থেকে সামান্য প্রস্তাবনা

গরীব লোকের সুন্দর বউয়ের দিকে নাকি
সবারই একটু কেমন জানি টাইপের সুযোগসন্ধানী গোছের
কুনজর থাকে বলে শুনেছিলাম।

এখন দেখি গরীব দেশের সুন্দর বনের প্রতি
কুনজর দেবার লোকেরও অভাব নেই!

চীন-ভারত-আম্রিকা-সাম্রাজ্যবাদী দোসর
ব্লা-ব্লা ব্লা-ব্লা ইত্যাদি বিতর্ক অনেক দেখেছি।
গণবিচ্ছিন্ন সমাজতান্ত্রিক দূর্বোধ্য ওইসব বাদ্য শ্রবণের আগ্রহ একদমই নেই।

বরং একটা সিনারিয়ো বুঝার চেষ্টা করি,
সাভারে আমাদের জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সে তো অনেক খালি জায়গা আছে?
তাই না?!

আর আমাদের দেশে আমিষের ঘাটতিও ব্যাপক।
কিন্তু তাই বলে কি আমরা স্মৃতিসৌধ কমপ্লেক্সে মুরগী খামার দেব??

কমপ্লেক্সের ক্ষতি কিংবা আমাদের পুষ্টিসাধন এই বিষয়গুলি পরে আনি।
আগে বলি যে আমরা কি অমন করি?!

না, আমরা তা করি না।

তাহলে ইন্টারন্যাশনাল হেরিটেজ সুন্দরবনের সাথে এমন করছি কেন?!

উত্তর হয়তো আসবে শক্তি ঘাটতিজনিত ব্লা ব্লা...
(বিশাল প্রবন্ধ, হায় রে অন্ধ!)

মুরগীর খামারটা যেমন আমরা স্মৃতিসৌধ কমপ্লেক্সে না করে,
অন্য জায়গায় করি। তেমনি এই বিদ্যুৎপ্রকল্পটিও অন্য জায়গায় করা সম্ভব।

আমার প্রস্তাব,
এই ঘনবসতির দেশে রূপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র খুলে
মানবিক বিপর্যয়ের আশংকা না বাড়িয়ে এই কয়লা বিদ্যুৎকেন্দ্রটি
সেইখানে বানানো হউক।

বিদ্যুৎ সমস্যাও মিটে গেলো,
আর আমার সুন্দরবনও সুন্দর রইলো..

No comments:

Post a Comment