Monday, October 28, 2013

অনন্ত জলিল - মানবিক উৎকর্ষ এবং কিছু কথা

অনন্ত জলিল আহনাফ এর চিকিৎসা খরচের জন্য
২ লক্ষ টাকা দিয়ে আহনাফ এর সুস্থতা কামনা করেছেন।
এইটা অবশ্যই উনার একটা অতি ভালো কাজ।
আল্লাহ ওনাকে এই রকম ভালো কাজের আরও তৌফিক দান করুন।
আমিন।

তবে এই মানবিক উৎকর্ষের কারণে
উনার বিগত সময়ের অখাদ্য কুখাদ্যকে উত্তম বলার পক্ষপাতী নই।
ভালো কাজে উৎসাহ দান - সাধ্যমত অংশগ্রহণের পাশাপাশি
মানহীন কাজে নিরুৎসাহিত করাও একটি দায়িত্ব।

"আপনি মহৎ কাজ কিছু করিয়াছেন ভাই,
তাই আপনার মানহীন কর্মগুলিরও গুণ গাই!"
আসুন এমন দুমুখো নীতির বিরুদ্ধে যাই!!
কারণ, মানহীন কাজের গুণ বলে কিছু নাই।।

দুধ দেয়া গরুর নাকি লাথিও খাওয়া যায়,
লাথি খেয়ে দেখো তব দাঁত হারিয়েছো হায়!

অনন্ত জলিল - এরকম ভালো ভালো কাজ করে সবার হৃদয়ে স্থান করে নেবেন;
এই শুভ কামনাই থাকলো।।

No comments:

Post a Comment