Thursday, October 3, 2013

কমনসেন্স - এতো আনকমন ক্যান?!

রেজাল্ট দেবার অল্পসময় আগেই তা কেউ ফাঁস করে দেবার মানে হচ্ছে সে চোর! 
এতে এর থেকে বেশী কিছু প্রমাণ হয় না। 

যে ফার্স্ট হবার সে হবেই যে ফেল করার সে ফেইল করবেই। 
রেজাল্ট আসমান থেকে আসে না,
পরীক্ষায় কি করছেন সেইটা সহ এবং সেইটা থেকেই আসে। 


তাই রিপোর্ট কার্ড হাতে নেন। 
মিলায় দেখেন - দরকার মনে হইলে পুনঃনিরীক্ষণ করতে দেন। 

কিন্তু আপনি একটু আগেই রেজাল্ট জানছেন বইলা সেইটা বাতিল হয়ে যায় না। 
বরং যার থেকে জানছেন সে চোর - কেবলমাত্র এইটাই প্রমাণ হয়।

চাইলে শব্দগুলো এভাবেও পড়তে পারেন।
রেজাল্ট = রায়
রিপোর্ট কার্ড = রায়ের কপি
পুনঃনিরীক্ষণ = আপিল
  

কমনসেন্স - মাঝে মাঝে ভেরি আনকমন থিং মনে হয়!

No comments:

Post a Comment