Tuesday, May 27, 2014

বাহাদুর!

বন্ধুবর কহিলেন,
"যে চুরি যথাসময়ে বুঝিতে পারো নাই,
তাতো আর চুরি নাই। ওতো বাহাদুরি!"

আর্জেন্টাইন ফুটবলের বড় সমর্থক বন্ধুবরের
স্পষ্ট ইঙ্গিত ম্যারাডোনার হাত দিয়ে করা গোলটির দিকে।

এ কথা শুইনা ব্রাজিলিয়ান ফুটবল দলের সমর্থক দোস্তো
খেপাচুরিয়াস হইয়া কইলো,
"ওরে চুন্নিরে! চুরির চুরি,
তা নিয়া আবার বাহাদুরি!
নিচে একটা কুত্তা আছে না?
ওই যেইটারে বাহাদুর বইলা ডাকি।
মাঝে মাঝেই ওইটা এটা সেটা চুরি করে!
অমন বাহাদুর আর কি!"

এরপর তো প্রায় হাতাহাতি লাগার উপক্রম!

দুইটারেই থামায়া কইলাম,
"তোরা বাহাদুরের থেকে কম গেলি কিসে?!
খেলাটারে একটা হাড্ডি বানায়া ঠিক বাহাদুরের মতোই
নিজেদের মধ্যে এমন জীবনমরণ কামড়াকামড়ি শুরু করে দিলি!"

পুনশ্চঃ
যারা কোন একটা বিষয় পেলেই এরকম কামড়াকামড়ি শুরু করে দেয়
তাদেরকে নেড়ি কুকুর বাহাদুরের থেকে কোন অংশেই উত্তম দেখি না।
বাহাদুর না হয় নেড়ি কুকুর,
আরেক কুকুরের সাথে কামড়াকামড়িই হয়তো তার প্রিয় কাজ।
কিন্তু মানুষ কিভাবে সামান্য বিষয়ে ওই পর্যায়ে নামে, তাই বুঝি না।

No comments:

Post a Comment