Saturday, January 4, 2014

জাভেদ ওমর বেলিম

যখন জাতীয় দলে খেলতেন তখন কোনভাবেই
তার ওই টুকটাক টাইপের খেলা ভালো লাগতো না।
একদিনের খেলায় মনে মনে বহুদিন চেয়েছি যে
জাভেদ ওমর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান..

ক্রিকেট বুঝার শুরুর দিকে লারা গিলক্রিস্টদের পাশে
বড় বেশি বেমানান লাগতো জাভেদ ওমর বেলিমকে..

মনে হতো,
এভাবে টুকেটুকে খেলে
একদিনের খেলার সৌন্দর্যটাই নষ্ট করছেন উনি..

তখন বুঝতাম না, এখন বুঝি।
শিশু হামাগুড়ি দিতে দিতেই হাঁটতে দৌড়োতে শেখে..
ক্রিকেটে তখন বাংলাদেশের শিশুকাল।

এখন সেই দল কিশোর, সে এখন দৌড়োতে জানে,
একদিন হয়তো বিশ্বকাপ হাতে নিয়ে উড়তেও শিখে যাবে।

সেই উড়ন্ত দলের সাথে জাভেদ ওমরকে
কোচ বা অফিশিয়াল হিসেবে দেখতে পাবো,
এই কামনা রইলো...

No comments:

Post a Comment