Friday, July 19, 2013

"তুই রাজাকার"

হুমায়ূন আহমেদকে নিয়ে ছাগুসম্রাটদের
বেশুমার চুলকুনির একটা গোপন কারণ জানতে পারলাম।
অনেকদিন আগে যখন রাজাকার পুনর্বাসন
প্রক্রিয়া ওপেন সিক্রেট ভাবে চলছিল,
তখন দেশে এইসব টপিকে কথা বলা ছিল ঝুঁকিপূর্ণ।
সেই সময় হুমায়ূন আহমেদ পাখির মুখে বসিয়ে দিলেন,
"তুই রাজাকার..."

ব্যাস আর যায় কোথায়!!!
ছাগুকুলের ইনস্ট্যান্ট জ্বলুনি শুরু...
সেই যে শুরু, আজও তা চলছে।
আজও মানুষ ছাগুগুরুদের দেখলেই বলে উঠে,
"তুই রাজাকার"

মানুষ হুমায়ূন আহমেদ আজ নেই,
হৃদয়ের হুমায়ূন আহমেদ কিন্তু আছেন।
আর মননে সেই যে বসিয়ে দিয়ে গেছেন,
"তুই রাজাকার..."
সেই কথা আজও মুখে মুখে...

তাই ছাগুকুল যতই ম্যাতকার দেবে,
ততই সমস্বরে বলে যাব, "তুই রাজাকার"

No comments:

Post a Comment